আমলাতান্ত্রিক কর্তৃত্ব দমনে নিরপেক্ষ পিএসসি চায় জামায়াত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৭-২০২৫ ০৮:৪৩:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৫ ০৮:৪৩:৫১ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দেশের আমলাতন্ত্র থেকে ‘কর্তৃত্ববাদী ভূত’ দূর করতে একটি স্বচ্ছ, মেধাভিত্তিক ও নিরপেক্ষ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা এমন একটি পিএসসি চাই, যা—স্বচ্ছ, মেধাভিত্তিক ও নিরপেক্ষ, যাতে কোনো ‘স্বৈরাচারী ভূত’ আর প্রশাসনে রাজত্ব করতে না পারে।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফা সংস্কার সংলাপের ২০তম অধিবেশনের মধ্যাহ্নভোজের বিরতির সময় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ডা. তাহের।
জামায়াতের এই নায়েবে আমির বলেন, অতীতে অনেক প্রতিভাবান তরুণকে রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে অথবা তারা তাদের চাকরি হারিয়েছেন। এতে মূলত রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
ডা. তাহের বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে পিএসসি নিয়ে কোনো আপস নেই। তারা নিশ্চিত করে যে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হয় এবং রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য প্রশাসনে যোগ্যতার মূল্যায়ন করা হয়।
বিদ্যমান ব্যবস্থার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, প্রশাসনে নিয়োগ কখনো কখনো ‘একটি নোটের মাধ্যমে’ নির্ধারিত হয়।
ডা. তাহের আরও বলেন, আমরা চাই একটি স্বাধীন সংস্থা হিসেবে সংবিধানের মাধ্যমে সুরক্ষিত পিএসসি। কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের হস্তক্ষেপমুক্ত থাকুক।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সোমবার (২৮ জুলাই) সকালে পিএসসি এবং আরও তিনটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান–দুর্নীতি দমন কমিশন (দুদক), নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল (সিএজি) এবং ন্যায়পালের কার্যালয়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন।
জামায়াতের এই নেতা বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল সংবিধানে এই সংস্থাগুলোর স্বাধীনতা অন্তর্ভুক্ত করার পক্ষে। কিন্তু বিএনপি এবং আরও কয়েকজন যুক্তি দিয়েছেন যে, সংবিধান সংশোধন না করে আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন।
ডা. তাহের বলেন, যদি এই প্রতিষ্ঠানগুলো আইনগতভাবে সুরক্ষিত থাকে, তবে সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন যেকোনো সরকার সকাল এবং সন্ধ্যায় যেকোনো সময় আইন পরিবর্তন করতে পারে। তাই, স্থিতিশীলতা নিশ্চিত করতে ও দলীয় সুবিধা দূর করতে সংবিধানে এটি থাকা আবশ্যক।
নির্বাচন সম্পর্কে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত, তবে সব দলের জন্য সমান সুযোগ এবং সমান সুযোগ না থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
নির্বাচন হলে, ইশতেহারে আমাদের প্রথম এজেন্ডা হবে—দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, ঘোষণা দেন ডা. তাহের।
বাংলাস্কুপ/প্রতিবেদক/আরএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স