ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​জুলাই আন্দোলনের শো'র ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন না: সেজান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:২২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:২২:৪১ অপরাহ্ন
​জুলাই আন্দোলনের শো'র ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন না: সেজান ​ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময়ে বেশ জনপ্রিয়তা পায় র‍্যাপ সংগীত। তরুণ প্রজন্মের মুখে মুখে ফিরেছিল র‍্যাপার সেজানের গান ‘কথা ক’। শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি সোচ্চার ছিলেন রাজপথেও। সেই সেজানের মুখে এখন হতাশা আর অভিমানের সুর। জুলাই আন্দোলন-সম্পর্কিত অনুষ্ঠানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ না করার আহ্বান জানান তিনি।

রোববার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই র‍্যাপার বলেন, ‘জুলাই আন্দোলন সম্পর্কিত যেকোনো শো-এর ব্যাপারে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না।’ 

তিনি বলেন, ‘আন্দোলনে ছাত্র-জনতার সমর্থনে সর্বপ্রথম দাঁড়ায় বাংলাদেশ হিপহপ কমিউনিটির র‍্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেইখানে মুখ্য ভূমিকা রাখে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জুলাই সম্পর্কিত যেসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে র‍্যাপ বা হিপহপ আর্টিস্টদের প্রাধান্য নাই বললেই চলে।’

সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সেজান বলেন, ‘আমরা কিছু জায়গায় পারফর্ম করেছি। অধিকাংশ জায়গায় মনে হয়েছে আমরা জোর করে গেয়েছি। বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে। অথচ আমি মনে করি হিপহপ আর্টিস্টদের একটা বড় লাইনআপ রাখা যায় প্রত্যেক শো-তেই। অনেক জায়গায় কয়েকজনকে রাখা হইলেও নামমাত্র সম্মান ও সম্মানী অফার করা হয় অন্যান্য ব্যান্ড বা শিল্পীদের তুলনায়। বাংলাদেশে হিপহপ এখন মূলধারার সংস্কৃতি হওয়া সত্ত্বেও যথাযথ সম্মানটা পায় না এখনও।’
 
সেজান জানান, এরইমধ্যে যেসব শোয়ে তাঁর পারফর্ম করার কথা রয়েছে, সেগুলোতে পারফর্ম করবেন। তবে নতুন শোয়ের ক্ষেত্রে আয়োজকরা যেন যথাযথ লাইনআপ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখেন, সেই বার্তা দিয়েছেন তিনি।     

এই র‍্যাপার বলেন, ‘যেসব শোগুলোতে আমি কথা দিয়ে রাখছি, ওইগুলো শেষ করার পর প্রোপার লাইনআপ মেইনটেইন করে আমাকে ডাকবেন। আর শো-তে আর্টিস্টের প্রোপার প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যথায় অযথা নিজের ও আমার সময় নষ্ট করবেন না কেউ আশা করি।’

শেষে তিনি বলেন, ‘ক্ষ্যাপা গানের আর্টিস্ট আমরা/ ক্ষ্যাপ আর্টিস্ট না/ রেসপেক্ট ছাড়া যারেই পাবি/ র‍্যাপ আর্টিস্ট না।’

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই যেদিন পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ, সেদিন সেজানের কণ্ঠে প্রকাশ পায় ‘কথা ক’। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গানটি ব্যাপকভাবে লুফে নেয় শিক্ষার্থীরা।

বাংলাস্কুপ/ডেস্ক/আরএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ