ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​সকল সাংবিধানিক প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে পড়েছে : জামায়াত আমির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০০:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০০:০৪ অপরাহ্ন
​সকল সাংবিধানিক প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে পড়েছে : জামায়াত আমির ​ফাইল ছবি
দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৮ জুলাই) রাতে তাঁর ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, ‘বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপে লণ্ডভণ্ড হয়ে পড়েছে। যার খেসারত এই দেশের জনগণকে দিতে হচ্ছে। এমন অবস্থা ভবিষ্যতে আর চলতে দেওয়া উচিত নয়।’

তিনি আরও লেখেন, ‘আমরা যদি দেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেবা করার সুযোগ পাই, তাহলে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করে একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে থাকব। এ অবস্থান একেবারেই স্পষ্ট-এখানে কোনো অস্পষ্টতা নেই।’

জামায়াত আমির লেখেন, ‘দেশ ও জাতির স্বার্থে এর কোনো বিকল্প নেই। নইলে আমাদের সমাজকে ঘুণে ধরা অবস্থা থেকে মুক্ত করা সম্ভব নয়।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ