যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৮
আপলোড সময় :
০১-০৯-২০২৪ ০৪:২১:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৯-২০২৪ ০৪:২১:১০ অপরাহ্ন
বাংলা স্কুপ, ১ সেপ্টেম্বর ২০২৪:
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য মিসিসিপিতে শনিবার ভোররাতে একটি বাস দুর্ঘটনায় এক শিশুসহ আটজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানায়।
ভিকসবার্গ ডেইলি নিউজ জানায়, ওয়ারেন কাউন্টিতে ৪৭ আরোহীসহ একটি চার্টার্ড বাস উল্টে গেলে ঘটনাস্থলে সাতজন নিহত ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র।
একজন স্থানীয় কর্মকর্তা সিবিএসকে বলেন, মৃতদের মধ্যে গুয়াতেমালার একটি ছয় বছরের ছেলে ও একটি ১৬ বছর বয়সী মেয়ে রয়েছে। তারা ভাইবোন।
দুর্ঘটনাটি মিসিসিপি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।
নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স