ডিবির হারুন ও তাঁর স্ত্রীসহ ১২ আত্মীয়কে দুদকে তলব
আপলোড সময় :
২৪-১০-২০২৪ ০৭:৪১:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১০-২০২৪ ০৭:৪১:২৯ অপরাহ্ন
ফাইল ফটো
দুর্নীতির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ, তাঁর স্ত্রী, মা, ভাই ও শ্বশুরসহ ১২ আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক পৃথক নোটিশে তাঁদেরকে আগামী ৩১ অক্টোবর ও ৩ নভেম্বর হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।
দুদকে তলব করা সাবেক ডিবি কর্মকর্তা হারুনের অন্য স্বজনরা হলেন, তার স্ত্রী শিরিন আক্তার, মা জহুরা খাতুন, ভাই এবিএম শাহরিয়ার, চাচা ফরিদ উদ্দিন আহম্মেদ, মো. মতিউর রহমান, খালা মোছা. মিনারা বেগম, মামা মো. সুমরাজ মিয়া, ব্যবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, রাকিব উদ্দিন দেওয়ান রতন এবং চাচাতো ভাই আল রাসেল।
দুদক উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সই করা চিঠিতে জানা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদেরকে তলব করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স