ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৬:৫২:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১০:২১:৩৬ অপরাহ্ন
​সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার ​ফাইল ফটো
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটা নিশ্চিত করেনি পুলিশ।
কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ছিলেন জাকির হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি ওই সংসদীয় আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেও তা জমা দেননি। তিনি বর্তমানে রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যক্তিমালিকানাধীন ও সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দখলের অভিযোগ তুলে আসছেন স্থানীয়রা। তার নিজ দলের নেতাকর্মীরাও সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন। সরকার পতনের আগে জুলাইয়ে এসব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছিলেন জাকির হোসেন।
জাকির হোসেনের দুর্নীতি নিয়ে গত মাসে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক জানায়, প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে কুড়িগ্রামের রৌমারী এলাকায় ১০ শতাংশ জমিসহ দোতলা বাড়ি, ৩ দশমিক ২৮ একর জমিতে মার্কেট, চাতাল ও বিভিন্ন ব্যাংক এবং ব্যবসায় বিনিয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁর নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামে ২৬টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ