ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​বিমান বিধ্বস্তে ১৮ শিক্ষার্থীসহ নিহত ২২ জন: মাইলস্টোন কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৩৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৪২:০৯ অপরাহ্ন
​বিমান বিধ্বস্তে ১৮ শিক্ষার্থীসহ নিহত ২২ জন: মাইলস্টোন কর্তৃপক্ষ ​ছবি: সংগৃহীত
রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি জানিয়ে বিবৃতি দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দেওয়া ওই বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের সময় স্কুল ছুটি হয়ে যাওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষার্থী অভিভাবকের জন্য অপেক্ষা করছিল।

বিবৃতিতে বলা হয়, আনুমানিক বেলা ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বেলা ১টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য স্বল্পসংখ্যক শিক্ষার্থী অপেক্ষা করছিল।

এ ঘটনায় নিখোঁজ ও হতাহতের তালিকা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিবৃতিতে যে তালিকা দেওয়া হয়েছে, তাতে বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে স্কুল শাখার ১৮ জন শিক্ষার্থী, দুজন শিক্ষক, দুজন অভিভাবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫১ জন। তাঁদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন রয়েছেন। বাকি একজনের পরিচয় বিবৃতিতে জানানো হয়নি। স্কুল কর্তৃপক্ষ আরও বলেছে, এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৫ জন। তাদের মধ্যে ৩ জন শিক্ষার্থী ও ২ জন অভিভাবক।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মঙ্গলবার (২২ জুলাই) তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর ধারাবাহিকতায় হতাহত ও নিখোঁজের তথ্য জানিয়েছে বলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। হতাহতের তথ্য হালনাগাদের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাইলস্টোন কর্তৃপক্ষ বলেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, অভিভাবক ও এলাকাবাসী পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ বিমানবাহিনী আহত ব্যক্তিদের উন্নত ও সুচিকিৎসার ব্যবস্থা করেছে। এ ব্যাপারে চিকিৎসা ও সেবা কার্যক্রম সমন্বয়ের জন্য একটি জরুরি সেল গঠন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ