ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:০২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৬:২২:৪৫ অপরাহ্ন
​বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রেখে প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার নিষেধাজ্ঞার এ প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল চায় সংগঠনটি। বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপনে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও-বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হতাশ ও বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা যুগ যুগ ধরে চলে আসছে। অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে। তিনি আরও বলেন, জাতি যখন বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ, তখন এমন সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বিভেদ সৃষ্টি করবে। অতীতে দেখা গেছে, বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে।

এসময় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিল করে দেশের সকল সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে। সমাবেশ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দিতে যাওয়ার কথা আছে। সমাবেশে ঐক্যজোটের প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ