ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​সাফ নারী চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৭:৫৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:৫৩:৩৪ অপরাহ্ন
​সাফ নারী চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ছবি: বাফুফে
নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে এবারের শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোনোমতে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচেই ভারতের বিপক্ষে দুর্দান্ত রুপে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার (২৩ অক্টোবর) নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে প্রতিযোগিতার শিরোপাধারী বাংলাদেশ। ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে তারা।
ম্যাচের ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন আফিদা খন্দকার। সাবিনা খাতুনের নেওয়া কর্ণার কিক থেকে আসা বল ঠিকমতো গ্রিপ করতে পারেননি ভারতের গোলরক্ষক। বল চলে যায় আফিদার কাছে। সুযোগ পেয়ে দ্রুত শট নেন আফিদা। গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে।
গোল পাওয়ার পরেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ফলে দ্বিতীয় গোল পেতে বেশি দেরি হয়নি সাবিনাদের। ২৮ মিনিটে বাম প্রান্ত থেকে আসা বল ভারতীয় ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল তহুরা খাতুনের গায়ে লেগে জড়ায় জালে। সৌভাগ্যের ছোঁয়ায় এই গোল পেয়েছে বাংলাদেশ।
৪২ মিনিটে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। এই গোলটিও এসেছে তহুরার পা থেকে। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়া করে বক্সের মধ্যে তহুরাকে পাঠান। জোরালো শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।
এদিকে তহুরার গোলের পরের মিনিটেই একটি গোল পরিশোধ করে ভারত। ডি বক্সের মধ্যে রূপনা চাকমা বল গ্রিপ করতে ব্যর্থ হওয়ায় হেডে জালে জড়ান ভারতীয় অধিনায়ক বালা দেবী।
এরপর আর ব্যবধান বাড়েনি। সব শঙ্কা উড়িয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।
গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে গ্রুপ পর্বে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ