ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা

দুই মাস ধরে পানিবন্দি চাঁপাইয়ের অর্ধশত পরিবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:৩৫:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:৩৫:৫৯ অপরাহ্ন
দুই মাস ধরে পানিবন্দি চাঁপাইয়ের অর্ধশত পরিবার ​ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রতিদিনই রাস্তায় হাঁটুপানি জমে আটকা পড়ছে বিভিন্ন যানবাহন। বিশেষ করে শহরের বেলে পুকুর এলাকায় বাসা-বাড়িতে ঢুকে পড়েছে পানি। খোঁজ নিয়ে জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা বেহাল অবস্থার করণে অল্প বৃষ্টিতেই শহরের সোনার মোড়, বিশ্বরোড, বাতেন খাঁ মোড়সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শহরের বেলে পুকুর এলাকার বাসিন্দারা। তাদের বসতবাড়িতে ঢুকে যাচ্ছে পানি। এতে নষ্ট হচ্ছে বাড়ির আসবাবপত্র।

বেলে পুকুর এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন হোসেন বলেন, আমার দোতলা বাড়ি। গত দুই মাস ধরে প্রথম তলায় বৃষ্টির পানি ঢুকে আছে। আমরা দোতলায় বসবাস করছি। বাইরে যাওয়ার সুযোগ নেই। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলেও ব্যবস্থা হয়নি। এই এলাকার বাসিন্দা রুমালি বেগম বলেন, চার বছর ধরে অল্প বৃষ্টিতে আমাদের বাড়িতে পানি ঢুকে যায়। বসবাস করতে পারি না। বাড়ির মধ্যে হাঁটুপানি। স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান স্বজন বলেন, বাড়ির সামনে বৃষ্টির পানি জমে থাকার করণে আমাদের সন্তানরা স্কুলে যেতে পারে না।

সুইটি বেগম নামের আরও একজন নারী বলেন, আমাদের বাড়ির সামনে সব সময় পানি জমে থাকে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে হয় কাঁধে করে। বাজার করতে যেতে পারি না। একাধিকবার পৌরসভাকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। সোনার মোড় এলাকার বাসিন্দা ইমাম হোসেন বলেন, আমার বাড়ির সামনেও সব সময় পানি জমে থাকে। নিউমার্কেট এলাকার চা দোকানি আতাউর রহমান বলেন, অল্প বৃষ্টিতে নিউমার্কেট এলাকা ডুবে যায়। কেউ আসতে পারে না। ব্যবসা করতে পারি না। মার্কেটের মধ্যে হাঁটুপানি হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার করণেই এমন সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ