মাহরীনের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০৭-২০২৫ ০৩:৪৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৭-২০২৫ ০৩:৪৮:৪৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিক্ষিকা মাহরীন চৌধুরীর আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক মাহরীন চৌধুরী, যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে আরও শিশুদের বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যেও ফিরে যান। তাঁর অসামান্য সাহস ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার জনগণের সমবেদনা জানাবেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন, এ দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি। নিহত প্রতিটি প্রাণ, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স