সচিবালয়ে ঢুকে বিক্ষোভ: ৫৪ শিক্ষার্থী আটক
আপলোড সময় :
২৩-১০-২০২৪ ০৭:০২:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৪ ০৭:০২:১৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
‘বৈষম্যহীন’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন শতাধিক শিক্ষার্থী। এই ঘটনায় প্রায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করে ৬ নম্বর ভবনের নিচে মূল ফটকের সামনে অবস্থান নেন। এই ভবনে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত।
শিক্ষার্থীরা এ সময় 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'উই ওয়ান্ট জাস্টিস', 'মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'তুমি কে আমি কে ছাত্র-ছাত্র', 'আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম' ইত্যাদি স্লোগান দেন।
এ সময় সেখানে প্রচুরসংখ্যক পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের দেখা যায়। তাঁরা আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান।
শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে জানান তাঁরা।
একপর্যায়ে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কিছুসংখ্যক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় মোট ৫৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত ১৫ অক্টোবর বেলা ১১টার আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। আর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স