ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বামদলগুলোর ‘ওয়াকআউট’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:০৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:১২:১২ অপরাহ্ন
​ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বামদলগুলোর ‘ওয়াকআউট’ ​ছবি: সংগৃহীত
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বৈঠকে অংশ নেওয়া বামদলগুলো। বুধবার (২৩ জুলাই) সকালে বৈঠক শুরুর পরপরই সিপিবি, বাসদের প্রতিনিধিরা বৈঠক ত্যাগ করেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ ঘটনা ঘটে।

বামদলগুলো মাইলস্টোনের শিক্ষক-শিক্ষাথীদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন হয়েছে দাবি করে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন৷

বৈঠকের শুরুতেই এই ওয়াকআউট বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার হিসেবেই ওয়াকআউটের বিষয়টি দেখছেন তিনি। তিনি আশা করেন, দলগুলো আলোচনায় ফিরে এসে কমিশনের ঐকমত্যের আলোচনা এগিয়ে নেবে।

বামদলগুলো দশ মিনিটের এই প্রতীকি ওয়াকআউটে গোপালগঞ্জের ঘটনা এবং রাষ্ট্রীয়ভাবে সাধারণ জনমানুষের উপর নিপীড়নের তীব্র প্রতিবাদও জানান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ