ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​বিরামপুরে বনবিভাগই রোপণ করছে নিষিদ্ধ আকাশমনির চারা!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ১২:৩৯:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ১২:৩৯:৪৫ অপরাহ্ন
​বিরামপুরে বনবিভাগই রোপণ করছে নিষিদ্ধ আকাশমনির চারা! ​ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে খোদ বনবিভাগই রোপণ করছে নিষিদ্ধ আকাশমনি গাছের চারা। উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে তথ্য চাইতে গেলে সাংবাদিকদের হুমকি দিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।

দিনাজপুর বনবিভাগের অধীন চরকাই রেঞ্জে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর এবং জোতবানী ইউনিয়নের কচুয়া মির্জাপুরে বনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কিছুদিন থেকে বনবিভাগ বনায়নের জন্য হাজার হাজার আকাশমনির চারা রোপণ করছে। বিষয়টি নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সরকার আকাশমনি এবং ইউক্যালিপটাস গাছে চারা রোপণ, উৎপাদন এবং বিক্রয় নিষিদ্ধ করেছে। অথচ খোদ সরকারের লোক হয়ে বনবিভাগ কিভাবে নিষিদ্ধ গাছের চারা রোপণ করছে!

সোমবার (২১ জুলাই) সচেতন এলাকাবাসী কাছ থেকে অভিযোগ পেয়ে দুর্গাপুরে বনবিভাগ কর্তৃক আকাশমনির চারা রোপণের সময় গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হন। এরপর কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়কে ঘটনা অবহিত করা হলে তিনি একজন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পাঠান। এ সময় বনবিভাগের লোকজন কিছু আকশমনির লাগানো চারা উপড়ে ফেলেন।

এ বিষয়ে চরকাই রেঞ্জের দায়িত্বরত বিট কর্মকর্তা সুলতান মাহমুদের বক্তব্য চাইলে তিনি রেঞ্জ কার্যালয়ে যেতে বলেন। গণমাধ্যমকর্মীরা রেঞ্জ কার্যালয়ে গেলে সুলতান মাহমুদ সাংবাদিকদের লাঞ্ছিত করতে উদ্যত হন। রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, বনে ঢুকতে হলে এবং রেঞ্জ কার্যালয়ে যেতে হলে বনবিভাগের অনুমতি নিতে হয়। আপনারা অনুমতি ছাড়া বনে গিয়েছেন।  

পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র রক্ষায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপণ, উৎপাদনও  বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ মে সরকার প্রজ্ঞাপন জারি করে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ