ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​মুক্তির আগেই দ্বিগুণ আয়!

আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৫:০১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৫:০১:২৭ অপরাহ্ন
​মুক্তির আগেই দ্বিগুণ আয়!
চলতি বছরের আগামী ডিসেম্বরে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ । তবে মুক্তির আগেই সিনেমাটি ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে এমন গুঞ্জন চলছে।
কইমইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করেছে। এতে করে বিনিয়োগ করা অর্থ এরই মধ্যে ফিরিয়ে এনেছেন   নির্মাতারা। তাই অনেকেই বলছেন সিনেমাটি মুক্তির আগেই ব্লকবাস্টার। ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ‘পুষ্পা টু’। কিন্তু এখন পর্যন্ত সিনেমাটি প্রযোজনা সংস্থার ঘরে তার দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে। জানা যাচ্ছে প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা টু’ প্রদর্শনের স্বত্ব নির্মাতারা ৬৬০ কোটি রুপিতে বিক্রি করেছেন। এর মধ্যে তেলুগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি রুপিতে। আর ২০০ কোটিতে সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি হয়েছে। 
অন্যদিকে তামিল ভাষার জন্য নির্মাতারা নিয়েছেন ৫০ কোটি রুপি। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটিতে। এমনকি গুঞ্জন উঠেছে ‘পুষ্পা টু’র ওটিটি, স্যাটেলাইট এবং সঙ্গীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। 
বর্তমান সময়ে অনেক সিনেমা মুক্তির আগে তার স্বত্ব বিক্রি আয় করে। তবে বলা   হচ্ছে এখন পর্যন্ত মুক্তির আগে কোন ভারতীয়  সিনেমা ‘পুষ্পা টু’র মতো ব্যবসা করেনি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে নতুন রেকর্ড করবে বলছেন ভারতের অনেক সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। 
‘পুষ্পা টু’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে সিনেমাটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। 

বাংলা স্কুপ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ