শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি তা দেখার বিষয় না : রিপন
আপলোড সময় :
২৩-১০-২০২৪ ০৪:৪৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৪ ০৪:৪৬:২৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনা ছিলেন ডামি প্রধানমন্ত্রী। তাই তিনি পদত্যাগ করেছেন কি করেননি এটি দেখার বিষয় না।
বুধবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া প্রজন্মদলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, আন্দোলন-গণঅভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি। শেখ হাসিনা মনে করেছিলেন দেশটা তার বাপের এবং তাদের পরিবারের। গণভবন ছিল লুটেরাদের আবাসস্থল। তাই জনগণ স্বৈরাশাসনের পতন চেয়েছিল।
জিয়া প্রজন্মদলের আলোচনা সভায় চলতি বছরের জাতীয় নির্বাচনে অংশ না নেয়া প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। দলটির এ ভাইস চেয়ারম্যান বলেন, ২০২৪ সালে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক রহমান। এ কারণে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি অনেক শক্তিশালী হয়েছে। বর্তমানের সব ষড়যন্ত্র ও সংকটকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বিএনপির এ নেতা বলেন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসনসহ সব ক্ষেত্রেই দুষ্টচক্র তৈরি করেছিল আওয়ামী সরকার। আর এই চক্র ভেঙে ফেলা না হলে দেশে টিকে থাকাই সম্ভব হতো না। দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকে ছিল সরকার। আর সেই ডামি সরকারের ডামি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কি করেনি, তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা রাখে না।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স