ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বঙ্গভবনের সামনে আন্দোলন করার দরকার নেই : তথ্য উপদেষ্টা

আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৪:২১:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৭:৩৩:১৫ অপরাহ্ন
​বঙ্গভবনের সামনে আন্দোলন করার দরকার নেই : তথ্য উপদেষ্টা ​সংবাদচিত্র : সংগৃহীত
বঙ্গভবনের সামনে আন্দোলন না করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 
বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বঙ্গভবনের সামনে কোনো আন্দোলন করার দরকার নেই। জনগণের ম্যাসেজ সরকার পেয়েছে
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের সংবিধান, নিরাপত্তা ও নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সেটআপে পরিবর্তন আনতে হলে আনবে।
 রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, রাষ্ট্রপতির অপসারণ-এ সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা চলছে। জনশৃঙ্খলা নিরাপত্তা গুরুত্ব দেয়া হচ্ছে। এ বিষয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করার দরকার নাই। পতিত ফ্যাসিবাদি শক্তি মিছিল করছে, মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ছাত্র-জনতার পক্ষ থেকে একটা আল্টিমেটামদেয়া হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সে বিষয় নিয়ে আলোচনা করছি। এ বিষয়ে নির্ধারিত কোনো সময় নেই। আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত যেতে পারব, মানে রাষ্ট্র ও জনগণের পক্ষ যাবে সেসময় সিদ্ধান্ত নিব। এরপর সকলকে জানাব।
তবে বঙ্গভবনের সামনে কোনো আন্দোলন করার দরকার নেই, জনগণের ম্যাসেজ সরকার পেয়েছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তারা বিভিন্ন জায়গায় অস্ত্রসহ মিছিল করছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা করছে। পাশাপাশি চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। আমরা যাতে এসব বিষয়ে দৃষ্টি রাখি। ফ্যাসিবাদী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তাদের বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটা প্রতিরোধ তৈরি করি।



বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ