রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে : সালাহউদ্দিন
আপলোড সময় :
২৩-১০-২০২৪ ০৪:১৩:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৪ ০৪:১৩:৩৪ অপরাহ্ন
ফাইল ফটো
রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৩ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ফ্যাসিবাদের দোসসরা যেনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। এই মুহূর্তে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হবে, পাশাপাশি গণতন্ত্রে উত্তরণের পথ বিলম্বিত হতে পারে।
এরআগে, দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। তবে দেশে যেন নতুন করে কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে আমরা মত জানিয়েছি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স