ডিবি পরিচয়ে অপকর্ম, ওয়াকিটকিসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৭-২০২৫ ০১:৫১:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৫ ০১:৫১:০৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দিনাজপুর ঘোড়াঘাটে আতাউর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টায় পৌরসভার আজাদ মোড়ে ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা রাহাবার পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়।
আতাউর ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল থানার শিডলি গ্রামের বুলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আটক আতাউর ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন। শুক্রবার রাতে আতাউর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রী বেশে যাচ্ছে খবর- এমন পেয়ে তাকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ওয়াকিটকি উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দিনাজপুর ডিবি কার্যালয়ের থেকে তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। শনিবার (১৯ জুলাই) সকালে তাকে আতাউরকে দিনাজপুর ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স