'রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেওয়া হয়নি'
আপলোড সময় :
২৩-১০-২০২৪ ০১:৪২:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৪ ০১:৪৩:১৮ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরানোর উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
তিনি মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ওই সংবাদ সম্মেলনে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্যকে ‘মিথ্যাচার’ এবং শপথ লঙ্ঘনের শামিল বলে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, সেটির সঙ্গে সরকার একমত পোষণ করে।
সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন আইন উপদেষ্টার এই বক্তব্য সরকারের কি না—জবাবে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, আইন উপদেষ্টা যা বলেছেন, সেটির সঙ্গে সরকার একমত পোষণ করে। তাহলে রাষ্ট্রপতিকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।
ভবিষ্যতে চিন্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, সেটা ভবিষ্যতেই বলা যাবে। সূত্র : প্রথম আলো।
বাংলা স্কুপ /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স