ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ভোলায়: মৎস্য উপদেষ্টা

আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৬:২০ অপরাহ্ন
​ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ভোলায়: মৎস্য উপদেষ্টা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলায়। দেশের অন্যতম ইলিশ উৎপাদনকারী জেলা ভোলায় ইলিশ গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। 
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলার খাল সংলগ্ন বালুরমাঠে জেলা প্রশাসন ও মৎস্যবিভাগ আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের চালের পাশাপাশি অন্য কিছু দেওয়া যায় কি না, সেটি নিয়ে ভাবা হচ্ছে। বাইরের দেশের জেলেদের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অধিকার নেই। তাদের বিতাড়িত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে জেলেদের সুরক্ষায় দাদনব্যবস্থা বন্ধ করে স্বল্পসুদে ঋণের ব্যবস্থা চালু করা হবে। মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ফরিদা আখতার ।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আরো বলেন, ছাত্র ও বৈষম্যবিরোধী আন্দোলনে সব শহীদ ও আহতদের রক্তের কাছে আমরা ঋণী। সব শহীদ পরিবারকে সহযোগিতার জন্য একটি বিশেষ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সেই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা করা হবে। প্রয়োজনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। যদি আহতদের সুস্থ করতে বিদেশে নিতে হয় সে ব্যবস্থা করবে সরকার।
ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ (জি), ভোলা পুলিশ সুপার মো. শরীফুল হক।

বাংলা স্কুপ/ফরহাদ হোসেন/ভোলা প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ