ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় জুলাই পদযাত্রায় নাহিদ

'শেখ হা‌সিনা মু‌জিববাদ আদর্শে দেশকে বিভাজন করে রেখেছিলেন'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:১১:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৯:৪৭:১২ অপরাহ্ন
'শেখ হা‌সিনা মু‌জিববাদ আদর্শে দেশকে বিভাজন করে রেখেছিলেন' ​ছবি: সংগৃহীত
শেখ হাসিনা 'মুক্তিযোদ্ধা বনাম রাজাকার' এবং মুজিববাদ আদর্শে দেশকে বিভাজন করে রেখেছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলার জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা শেখ হাসিনার বিভাজনকে তোয়াক্কা না ক‌রে সামনের দিকে এগিয়ে গি‌য়ে‌ছিলাম।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা নতুন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বাংলা‌দেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রু‌তি দিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলা‌দেশ, কৃষকের বাংলা‌দেশ ও আমজনতার বাংলা‌দেশ হ‌বে। তিনি দাবি করেন, গণপ্রতিরোধের ফলেই শেখ হাসিনা দেশ থে‌কে পা‌লিয়ে গেছেন।

জুলাই গণঅভ্যুত্থানে ভোলার অবদান স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। জুলাই-আগস্টে সবচেয়ে বে‌শি শহীদ হয়েছেন ভোলার সন্তানেরা। ভোলার সন্তানেরা যে সাহসী তার প্রমাণ এটি।

এনসিপি নেতারা বরিশাল থেকে ভোলায় পৌঁছে জেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু করেন এবং বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও নতুন বাজার হয়ে ভোলা প্রেসক্লাব চত্বরে পথসভায় যোগ দেন। এসময় এনসিপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চ‌লের মুখ্য সংগঠক সারজিস আলম, দ‌ক্ষিণাঞ্চ‌লের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ