ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগ অবরোধ স্বেচ্ছাসেবক দলের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৫৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৫৯:৪৬ অপরাহ্ন
শাহবাগ অবরোধ স্বেচ্ছাসেবক দলের ​মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ মোড়। ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। 

সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতা–কর্মীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বিকেল চারটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল পাঁচটার দিকে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ