ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রয়্যাল এনফিল্ডের প্রি-বুকিং দিতে দীর্ঘ লাইন

আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৭:১৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৭:১৫:২৫ অপরাহ্ন
রয়্যাল এনফিল্ডের প্রি-বুকিং দিতে দীর্ঘ লাইন ​সংবাদচিত্র : সংগৃহীত
দেশের বাজারে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের চারটি মডেলের মোটরসাইকেল। এ নিয়ে উন্মাদনার শেষ নেই বাইকপ্রেমীদের মধ্যে। এই উন্মাদনা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা আন্দাজ করা যায় শো-রুমের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখলে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম ঘুরে দেখা যায়, বাইকপ্রেমীদের উপচে পড়া ভিড়। কেউ সেলফি তুলছেন, কেউবা বাইকে চড়ে ছবি তুলছেন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা।
বাইকপ্রেমীরা বলছেন, রয়্যাল এনফিল্ড অনেকের কাছে একটি স্বপ্ন। তাই বাইকগুলো একনজর দেখতে এবং একটু স্পর্শ করতে ছুটে এসেছেন তারা।
শো-রুমের নিরাপত্তাকর্মীরা জানান, মঙ্গলবার ভোররাত থেকেই মোটরসাইকেলগুলো দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। দুপুরের পর থেকে ভিড় বাড়ছে। বাইরে মানুষের লাইন চলে গেছে ১০০ মিটার পর্যন্ত।
 বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেড। দেশের বাজারের জন্য ৩৫০ সিসির হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিয়র মডেলের মোটরসাইকেল লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, অনলাইনের পাশাপাশি শো-রুমেও নেয়া হচ্ছে প্রি-বুকিং। যেগুলোর ডেলিভারি দেয়া হবে আগামী ডিসেম্বরে।
ইফাদ মোটরস লিমিটেডের এরিয়া সার্ভিসের সহকারী ম্যানেজার উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, অনলাইনে প্রি-বুকিং চলছে। আবার অনেকে শো-রুমে এসে নগদ টাকায় প্রি-বুকিং দিচ্ছেন। গ্রাহকদের ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। এতে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে।
নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মোটরসাইকেলগুলো প্রি-বুকিং দেয়া যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোট কতটি মোটরসাইকেল প্রি-বুকিং হয়েছে তার সঠিক হিসাব বলা যাচ্ছে না। তবে ৪৫ ও ৬০ দিন পরের প্রি-বুকিংয়ের স্লট শেষ। এখন ৯০ দিন পরের প্রি-বুকিংয়ের স্লট চলছে।
 উল্লেখ্য, দেশের বাজারে হান্টার মডেলের দাম শুরু হবে তিন লাখ ৪০ হাজার টাকা থেকে। ক্লাসিক মডেলের দাম শুরু হবে চার লাখ ৫ হাজার টাকা থেকে, বুলেট মডেলের দাম শুরু হবে চার লাখ ১০ হাজার টাকা থেকে ও মিটিয়র মডেলের দাম শুরু হবে চার লাখ ৩৫ হাজার টাকা থেকে।
মোটরসাইকেলগুলো সবার সামনে আনা হলেও কিনতে হলে প্রি-বুকিং বাধ্যতামূলক। ক্রেতারা এটি ওয়েবসাইট ও শোরুম থেকে ক্রয় করতে পারবেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রি-বুকিং শুরু হয়েছে।
 
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ