বর্বরতা!
যৌতুকের জন্য স্ত্রীর পেটে লাথি, সন্তান নষ্ট হওয়ায় মামলা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৭-২০২৫ ০১:২৮:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৭-২০২৫ ০১:২৮:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যৌতুক না পেয়ে স্ত্রী সাথী খাতুনের (২০) পেটে লাথি মেরে গর্ভের সন্তান নষ্টের অভিযোগ উঠেছে স্বামী সাগর আহম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি সিরাজগঞ্জের।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় চার বছর আগে তিন লাখ টাকা কাবিনে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান আকন্দের মেয়ে মোছা. সাথী খাতুনের সাথে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে সাগর আহম্মেদের বিয়ে হয়।
শুরুতে সংসার ভালোই চলছিল। তবে সম্প্রতি সাগর আহম্মেদ তার বাবা-মায়ের প্ররোচনায় বিদেশে যাওয়ার উদ্দেশ্যে চার লাখ টাকা যৌতুক দাবি করে। সাথী খাতুন এই বিষয়ে রাজি না হলে তার উপর চলতে থাকে শারীরিক নির্যাতন। এক পর্যায়ে সাগর তাকে তালাক দেওয়ার হুমকি দেয় এবং অন্য নারীকে বিয়ে করার কথাও জানায়। এরই জের ধরে গত (৮ জুলাই) কথাকাটাকাটির এক পর্যায়ে সাগর আহম্মেদ সাথীর পেটে লাথি মারে এবং তাকে বিছানা থেকে ফেলে দেয়।
পেটে সন্তান থাকায় সাথী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান, তিন মাসের গর্ভবতী সাথীর গর্ভে থাকা সন্তানটি নষ্ট হয়ে গেছে। চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করেন সাথী খাতুন। অভিযোগে সাগর আহম্মেদ ছাড়াও তার বাবা আব্দুল আজিজ এবং মা নূরজাহান বেগমকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ দায়েরের পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।
সাথী খাতুন বলেন, “যৌতুকের কারণে আমাকে অমানবিক নির্যাতন করতো সাগর। এক পর্যায়ে আমার পেটে লাথি মেরে আমার তিন মাসের সন্তান নষ্ট করে দিয়েছে। আমার স্বামীর একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। সন্তান নষ্ট করায় ১৪ জুলাই থানায় অভিযোগ করেছি।” সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “যৌতুকের দাবিতে গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট করার ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স