ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি ৩৩০

​ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৬:০২:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৬:০২:০৬ অপরাহ্ন
​ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে নতুন করে আরও ৩৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, এবং ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন ও রংপুর বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৫ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৮ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে এ পর্যন্ত এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৫৭৫ জন মারা গেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ