বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৪-০৭-২০২৫ ০৫:৫১:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৭-২০২৫ ০৮:৫৯:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মানি মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে খায়রুল বাশারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান অ্যাডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহার এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর পক্ষ থেকে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রতিনিধি রুমন আলী লস্কর বলেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বিদেশে উচ্চশিক্ষার জন্য কানাডা, আমেরিকা অস্ট্রেলিয়াসহ বিশ্বের উন্নত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নেয়। এসব টাকা বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ওই কলেজে পাঠানোর কথা থাকলেও প্রতিষ্ঠানটি অবৈধভাবে মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করে।
তিনি বলেন, আমাদের মতো ভুক্তভোগীর সংখ্যা প্রায় সহস্রাধিক ও প্রত্যেকের পাওনা টাকার পরিমাণ গড়ে ২০ লাখ টাকা। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের দেয়া লিস্ট অনুযায়ী ৮৫০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে। তবে আমাদের ধারণা, এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে।
ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, গত বছরের ২৭ আগস্ট বিএসবি চেয়ারম্যান বাশার ও পাওনাদারদের প্রতিনিধি দলের সঙ্গে স্ট্যাম্প পেপারে চুক্তি করে। যেখানে পাওনা টাকা ৩ কিস্তিতে যথাক্রমে ২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর ও ২৫ নভেম্বরে সবাইকে ফেরত দেবেন। তবে প্রথম কিস্তির দিন ২৩ সেপ্টেম্বর টাকা না দিয়ে বাশারের গুণ্ডাবাহিনী দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়, যা গুলশান থানা পুলিশ অবগত আছে।
এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট মহলে বিচারের দাবি জানিয়ে আসছিলেন ভুক্তভোগীরা। অবশেষে সিআইডির অভিযানে গ্রেপ্তার হন বাশার।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স