ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০১:০৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০১:০৭:৪৭ অপরাহ্ন
​ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার সংবাদচিত্র: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে। নিহতরা হলেন স্থানীয় রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)। 

পুলিশ জানায়, রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ