ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১১:০৮:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১১:০৮:৩০ পূর্বাহ্ন
​উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ সংবাদচিত্র: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকা পড়েছে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকা পড়ে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী। 

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার সকালে সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়৷ চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেছেন, সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। এর ফলে ওই পাশ থেকে ট্রেন আসতে পারছে না। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ