ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​বনানীতে সড়ক অবরোধ সিএনজিচালকদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০২:০২:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৩:০৮:০৭ অপরাহ্ন
​বনানীতে সড়ক অবরোধ সিএনজিচালকদের ​ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা। রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নেন।

সড়ক অবরোধের ফলে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। অবরোধকারীরা জানিয়েছেন, সিএনজির রুট নির্ধারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।

দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুল্যান্স এবং এয়ারপোর্টগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, এর আগেও এ দাবি নিয়ে বিআরটিএ কর্তৃপকক্ষের কাছে একাধিকবার কথা বলা হয়েছে। 

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ