ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৬:০২:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৬:০২:১৫ অপরাহ্ন
​জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ​ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশের বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও অন্যান্য নেতারা সারা দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন। এ সময় তারা বলেন, বর্তমান সরকারের গাফিলতিতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। অপরাধীরা যে দলের হোক না কেন, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এ সময় স্লোগানের মাধ্যমে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কটূক্তির প্রতিবাদও জানান ছাত্রদলের নেতারা।

পরে, বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকসহ অন্যান্যরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ