ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​২৪ ঘণ্টায় করোনা শনাক্ত শূন্য

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৫:৪৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৫:৪৬:৩৬ অপরাহ্ন
​২৪ ঘণ্টায় করোনা শনাক্ত শূন্য ​ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ লাখ ৫২ হাজার ২২০ জন।

শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় কারো শরীরে করোনার ধরন পাওয়া যায়নি। এখন পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ