ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১২:০৩:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১২:০৩:১২ অপরাহ্ন
​সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ​ফাইল ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান শফিকুল ইসলাম। এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিটি তার বুকে লাগে।

তিনি আরও বলেন, রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ