ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​'রাজসাক্ষী' মামুনের বিষয়ে কারা কর্তৃপক্ষ কোনো নির্দেশনা পায়নি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৯:০৩:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৯:২৭:৫৬ অপরাহ্ন
​'রাজসাক্ষী' মামুনের বিষয়ে কারা কর্তৃপক্ষ কোনো নির্দেশনা পায়নি ​ফাইল ছবি
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি রাজসাক্ষী হয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী ও প্রসিকিউশন। এরপর তার নিরাপত্তা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন তাঁর আইনজীবী।

তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষ বলছে, আদালত থেকে কোনো নির্দেশনা এখন পর্যন্ত তারা পায়নি। নির্দেশনা পেলে পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পাওয়া গেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। কারা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আদেশ পায়নি।

এর আগে বিকেলে  আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে নেয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​কারাগারে একক সেলে 'রাজসাক্ষী' মামুন
আসামি থেকে রাজসাক্ষী মামুন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ