ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে মার্কিন ভিসা প্রত্যাখ্যান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৩১:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৩১:৩৬ অপরাহ্ন
​সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে মার্কিন ভিসা প্রত্যাখ্যান ​ছবি: সংগৃহীত
মার্কিন দূতাবাস শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির (FM অথবা J ভিসা) আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে ভিসা আবেদন ফরমে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীর নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক। যদি কেউ এই তথ্য গোপন করেন, তাহলে শুধু ভিসা প্রত্যাখ্যানই হবে না, ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (১০ জুলাই) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে এই তথ্য প্রদান করতে হবে।

দূতাবাস জোর দিয়ে বলেছে যে, আবেদনকারীদের তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই স্বাক্ষর ও জমা দিতে হয়। এই নতুন নিয়মটি মার্কিন ভিসা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার একটি পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ