ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​এসএসসি ও সমমানে পাসের হার, জিপিএ- ৫ দুটিই কমেছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০২:৩৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০২:৩৫:১৫ অপরাহ্ন
​এসএসসি ও সমমানে পাসের হার, জিপিএ- ৫ দুটিই কমেছে ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।  পাসের হার ও জিপিএ- ৫ দুটিই কমেছে। এবার পাসের হার ৬৮.৪৫% এবং জিপিএ-৫ পেয়ে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গতবছর পাসের হার ছিল ৮৩.৩%। আর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮২,১২৯ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। 

এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, এ বছর এসএসসিতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

এদিকে, ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময়ও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এ জন্য আবেদন নেওয়া হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ