ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৩২.৬৬ মিলিয়ন ডলার

আপলোড সময় : ২১-১০-২০২৪ ০৮:০৬:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৪ ০৮:০৬:৫৪ অপরাহ্ন
১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৩২.৬৬ মিলিয়ন ডলার
চলতি অর্থবছরে (২০২৪-২৫) অক্টোবরের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ১ হাজার ৫৩২.৬৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে ৪৭৮.৯৮  মিলিয়ন মার্কিন ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৪৯.৬৬ মিলিয়ন মার্কিন ডলার এবং বিদেশি বানিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৪.০১ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ দিনে ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক এবং বিডিবিএল এর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৪০০.৮২ মিলিয়ন ডলার এবং একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮.১৬ মিলিয়ন মার্কিন ডলার।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ৯৫.১৭ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ১০৫.৫০ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ৯৬.০৬ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১০৪.০৫ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক ০.০৪ মিলিয়ন ডলার পেয়েছে।
বিবির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ৩০৮.১৫ মিলিয়ন মার্কিন ডলার। সূত্র : বাসস।

বাংলা স্কুপ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ