ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

আপলোড সময় : ২১-১০-২০২৪ ০৭:২৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৪ ০৭:২৬:২১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
যুক্তরাষ্ট্রসহ তিন দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা ওই প্রজ্ঞাপনে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী মস্কোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ