ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই : হাসনাত

আপলোড সময় : ২১-১০-২০২৪ ০৫:৩৩:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৪ ০৫:৩৩:৫৬ অপরাহ্ন
হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই : হাসনাত ​ফাইল ফটো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।
সোমবার (২১ অক্টোবর) সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই ব্য করেন।
হাসনাত লেখেন, ‘একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই।’
এই পোস্ট দেওয়ার কিছু সময় পর তিনি একটি ভিডিও শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী শক্তির উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’
ভিডিওতে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে বিএনপি-জামায়াতকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ খুঁজে পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন বলে একটি সাপ্তাহিকে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। যা নিয়ে সর্বমহলে চলছে আলোচনা-সমালোচনা। এর প্রেক্ষিতেই হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দিয়েছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ