আড়িয়াল খাঁ নদের ভাঙনে হুমকির মুখে সেতু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৭-২০২৫ ০৪:৩৯:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৭-২০২৫ ০৮:৩৪:২৯ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদের ওপর নির্মিত ‘লিটন চৌধুরী সেতু’র কাছে বেশ কিছু জায়গা চলে গেছে নদের গর্ভে। সেতুর একটি পিলার থেকে মাত্র ১০০ ফুটেরও কম দূরত্বে এই ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এছাড়া সেতুটিও হুমকির মধ্যে রয়েছে।একাধিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ নভেম্বর সেতুটি চালু করা হয়। ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৮০ মিটার প্রস্থের সেতুটি ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সেতুটিতে স্প্যান সংখ্যা ১১টি এবং পিয়ার নয়টি। পাইলের সংখ্যা ১২৩টি, পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার।
সেতুর জন্য অ্যাপ্রোচ সড়কের (সংযোগ সড়ক) দৈর্ঘ্য ১ দশমিক ৫০ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এই সেতুর ফলে সহজেই শিবচর সদরের সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল, নিলখী ইউনিয়নের মানুষ সরাসরি যাতায়াত করতে পারছেন। এবছর বর্ষা শুরুতেই আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি হয়। এতে করে স্রোতের তীব্রতাও বাড়ে। স্রোতের কারণে সেতুর কাছেই নদের পাড়ের বেশকিছু জায়গা ভেঙে গেছে। এতে করে হুমকির মধ্যে পড়েছে সেতুটি।স্থানীয় মোসলেম হাওলাদার বলেন, সেতুর পাড় ঘেঁষে ঘূর্ণি স্রোতের কারণে এই ভাঙন দেখা দিয়েছে। সেতুর পাড়ে নদী শাসন বাঁধ থাকে। অথচ এখানে নদী শাসন বাঁধ নেই। নদের পানি বাড়লে ভাঙন আরও বাড়বে। তাই সেতুটি হুমকির মুখে আছে। এটি রক্ষার জন্য জরুরিভাবে পদক্ষেপের দাবি জানাই।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, এরই মধ্যেই শিবচরের আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্থানে ভাঙনরোধে নদী শাসন বাঁধ দেওয়া হয়েছে। তবে সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে। তাই তারা বিষয়টি জানালে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেবে।মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয় বলেন, আমরা ওই স্থানে লোক পাঠাবো। তারা সরেজমিনে গিয়ে দেখে আসবে। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে।শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স