বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৭-২০২৫ ০৩:৩০:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৭-২০২৫ ০৮:০৮:১৯ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে একদিনে মোট ১ হাজার ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার তিন জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৫১ জন। রবিবার (৬ জুলাই) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৫ জুলাই) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৪ জনকে গ্রেফতার করে। এ সময় ছয়টি চাইনিজ কুড়াল, পঁচিশটি ডেগার, একটি হাসুয়া, একটি বার্মিজ টিপ চাকু, দুইটি ছোরা ও বিশটি ২ দশমিক ২ এমএমগুলি উদ্ধার করা হয়।পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স