তুর্কমেনিস্তানের জালে ঋতুপর্ণাদের গোল-বৃষ্টি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-০৭-২০২৫ ০৯:০৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৭-২০২৫ ০৯:০৮:৩৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে আগেই। শনিবার (৫ জুলাই) এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে গোলউৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে ঋতুপর্ণা চাকমারা।
নিয়মরক্ষার এই মাচে বাংলাদেশের মেয়েরা যে গোলউৎসব করতে পারে, তা আগেই ধারণা করা হচ্ছিল। বাছাই পর্বে 'সি' গ্রুপের অন্যতম দুর্বল শক্তির দলকে পেয়ে তা-ই করেছে বাংলাদেশের মেয়েরা। গোল-বৃষ্টি ঝরিয়েছে তাঁরা তুর্কমেনিস্তানের জালে। যদিও ম্যাচের স্কোর লাইন আরও বাড়তে পারত।
খেলা শুরুর সঙ্গে সঙ্গেই মাঠের দখল নিয়ে নেয় ঋতুপর্ণারা। শুরু হয় গোলের বন্যা। মাত্র ৩ মিনিটেই স্বপ্না রাণী প্রথম গোলটি করেন। এরপর ৬ ও ১৩ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিকের পথে এগিয়ে যান শামসুন্নাহার।
তিন গোলে পিছিয়ে পড়া তুর্কমেনিস্তান যেন নিজেদের হারিয়ে খুঁজেছে। ম্যাচের ঘড়ির কাঁটা ২০ মিনিটে না যেতেই আরো ৩ গোলে করে স্কোরলাইন ৬-০-তে নিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ১৬ মিনিটে মনিকার গোল। ১৭ মিনিটে গোল করেন ঋতুপর্না। ৫ গোল খাওয়ার পর ১৯ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন তুর্কমেনিস্তানের কোচ। তাতেও কাজ হয়নি। ২০তম মিনিটে তহুরার গোলে স্কোর হয় ৬-০।
প্রথমার্ধের শেষ দিকে ঋতুপর্ণার দ্বিতীয় গোলে ৭-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। পিটার বাটলারের শিষ্যরা দ্বিতীয়ার্ধে আরেক বার গোলবন্যায় ভাসাবে প্রতিপক্ষকে তা অনেকেই ধারণা করেছিলেন। তবে আর সম্ভব হয়নি, গোলশূন্য শেষ ম্যাচের বাকি ৪৫ মিনিট।
কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে তুর্কমেনিস্তান নিজেদের রক্ষণ সামলেছে দারুণভাবে। যদিও বাংলাদেশের ফরোয়ার্ডরা একাধিক সুযোগ হাতছাড়া করেছে। ৭-০ গোলের বিশাল জয়ে অস্ট্রেলিয়ার মূল পর্বের টিকিট সঙ্গে নিয়েই মিয়ানমার মিশন শেষ করল বাংলাদেশের মেয়েরা।
মিয়ানমার ম্যাচের জয়ী একাদশই আজও মাঠে নামিয়েছেন বৃটিশ কোচ পিটার বাটলার। এই ম্যাচেও দলের রক্ষণ ও আক্রমণে ছিল দারুণ সামঞ্জস্য।
কাগজে-কলমে শক্তিশালী বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছে। কারণ তারা ইতোমধ্যেই র্যাংকিংয়ে এগিয়ে থাকা জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারকে হারিয়েছে।
বাংলাদেশ একাদশ:
রুপনা চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স