আমরা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি : নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৭-২০২৫ ০৫:০৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৭-২০২৫ ০৭:৪৩:৫৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ও ঘোষণাপত্র’ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। যারা এ বিষয়ে অবহেলা করবে, তারা আসলে মুজিববাদের পাহারাদার।
তিনি আরও বলেন, আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হতে আসিনি। আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি। রাজনীতির নিয়ম বদলাতে হবে।
শনিবার (৫ জুলাই) বিকেলে বগুড়ার সাতমথায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ৫৪ বছর পর দেশের মানুষ নতুন রাজনৈতিক বিকল্প শক্তিকে খুঁজে পেয়েছে। আমরা আর চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি করতে চাই না।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। দলবাজ প্রশাসক, পুলিশ বা অন্য কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পুরনো কায়দায় দলবাজ প্রশাসনের মতো আচরণ করবে, তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিবাদদের মতো।
তিনি আরও বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা নতুন বাংলাদেশের সূচনা করব। জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য। আগামীর বাংলাদেশ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
বগুড়া নিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল, পুণ্ড্রনগর সভ্যতার সূচনা এখান থেকেই। কিন্তু নানা কারণে বগুড়া বৈষম্যের শিকার হয়েছে। আমরা বলতে চাই নাগরিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।
এর আগে সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে শহীদ পরিবার ও আহতদের সাক্ষাৎ। শহীদ পরিবারের সদস্যরা নাহিদকে দেখে আবেগে ভাসেন, অনেকে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা দাবি জানান, গণঅভ্যুত্থানে নিহত স্বজনদের জন্য দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এই পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক অংশগ্রহণ ছিল।
চার কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাতমাথায় মুক্তমঞ্চে পৌঁছে বিকেলে শুরু হয় পথসভা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স