জাতীয় দৈনিক থেকে
ঘনিষ্ঠদের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ নেন আনিসুল হক
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-০৭-২০২৫ ০১:০১:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৭-২০২৫ ০১:৩৬:২৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক তার ঘনিষ্ঠ ব্যক্তিদের ব্যাংক হিসাবের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন। বিভিন্ন সময়ে ৪০ দফায় তিনি ৭৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। তদবির বাণিজ্যে অংশ নিয়ে আনিসুল হক আত্মীয়দের ব্যাংক হিসাব ব্যবহার করে মোটা অঙ্কের এ ঘুষ গ্রহণ করেন। শনিবার (৫ জুলাই) একটি জাতীয় দৈনিকের ছাপা সংস্করণের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
সম্প্রতি আদালতে ফ্রিজ হওয়া তার ব্যাংক হিসাবের সন্ধান করতে গিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন সংস্থার তদন্তে বেরিয়ে এসেছে এ তথ্য।
গত ২৫ ফেব্রুয়ারি আনিসুল হক সংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। তার মধ্যে আনিসুলের নামে রয়েছে ১৭টি হিসাব। এর বাইরে আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজাসহ কয়েকজনের নামে আরো ১০টি ব্যাংক হিসাব রয়েছে বলে জানা যায়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, আনিসুল হক ঘুষ বা অবৈধ আয় গ্রহণে তার ব্যবসায়িক বন্ধু, মা, ভাইয়ের স্ত্রী, ভাগিনা ও কথিত বান্ধবী তৌফিকা করিমের ব্যাংক হিসাব ব্যবহার করেছেন। আবার ওই ব্যাংক হিসাবগুলোর একমাত্র নমিনি ছিলেন তিনি। মায়ের ক্ষেত্রে নমিনি হওয়ার যৌক্তিক কারণ থাকলেও অন্যদের ব্যাংক হিসাবগুলোর নমিনিতে তার নাম থাকার বিষয়টি সন্দেহের জন্ম দিয়েছে। ইতোমধ্যে ঘনিষ্ঠদের ব্যাংক হিসাবগুলোর বিবরণী দুদকে জমা হয়েছে।
সূত্র জানায়, একমাত্র নমিনি হিসেবে আনিসুল হকের নাম থাকা ঘনিষ্ঠ পাঁচজনের অ্যাকাউন্টে ওই সময়ে ৭৫ কোটি ২২ লাখ টাকা নগদ বা ক্যাশ হিসাবে জমা হয়। এই বিপুল টাকা কোনো ব্যাংক হিসাব থেকে তাদের হিসাবে স্থানান্তর হয়নি। সরাসরি জমা হয়েছে, যা থেকে মূলত সন্দেহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থের উৎস গোপন করতেই এমন কৌশল নেয়া হয়েছে।
ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৪৬ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ফ্রিজ করা হয়েছে ২৭টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লাখ টাকা। মামলা হয়েছে তার কথিত বান্ধবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়েছে।
সূত্র : নয়া দিগন্ত
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স