ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১২:৫৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১২:৫৩:২৬ অপরাহ্ন
​দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি ​ছবি: সংগৃহীত
চলতি মৌসুমের হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন হাজি। শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত ফিরতি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন হাজি। চলতি বছর হাজিদের পরিবহনে কাজ করেছে তিনটি বিমান সংস্থা। এগুলো হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

তাদের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হাজি। সৌদি এয়ারলাইন্স এনেছে ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস ফিরিয়েছে ৮ হাজার ৭৭৬ জন।

হজ পালন করতে গিয়ে এ বছর মোট ৪২ জন বাংলাদেশি মারা গেছেন। মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, অধিকাংশ মৃত্যু ঘটেছে বার্ধক্যজনিত অসুস্থতা এবং বিভিন্ন জটিলতার কারণে।

হজ অফিস জানিয়েছে, সার্বিক হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকারের বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। হাজিদের যথাযথ সেবা নিশ্চিতে বিমানবন্দরে হজ কাউন্টার, মেডিকেল টিম ও সহায়তাকারী কর্মীরা প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, এ বছর হজযাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে। সর্বশেষ ফ্লাইট সৌদি আরবে গিয়েছিল ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ