ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন জেড আই খান পান্না

আপলোড সময় : ২১-১০-২০২৪ ১২:৩৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৪ ০৫:০৯:৩৫ অপরাহ্ন
​হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন জেড আই খান পান্না জেড আই খান পান্না। ফাইল ফটো
হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। 
সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের একটি বেঞ্চ তাঁকে এই মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন। 
গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে খিলগাঁও থানায় ১৭ অক্টোবর এ মামলা করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)। মামলায় আরও ১৮০ জনকে আসামি করা হয়েছে। ৯৪ নম্বর আসামি জেড আই খান পান্না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে আদালতে গিয়েছিলেন জেড আই খান পান্না। এখন তাঁকেই হত্যাচেষ্টা মামলার আসামি করা হলো।
মামলার বিষয়ে জেড আই খান পান্না বলেন, এটা কোনো না কোনো প্রভাবশালীর ইন্ধনেই হয়েছে, তা নিয়ে আমার সন্দেহ নেই। অথচ আমি কোটা আন্দোলনকারীদের পক্ষে সক্রিয় ছিলাম। যে স্থানের কথা বলা হয়েছে, সেই মেরাদিয়ায় আমি কখনো গেছি বলেও তো মনে হয় না।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

​জেড আই পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা : আগাম জামিনের আবেদন
 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ