১০ দিন আগে বিয়ে- এখন শুধুই স্মৃতি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-০৭-২০২৫ ০৭:৫৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৭-২০২৫ ০৭:৫৭:৩৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জীবন বড়ই অদ্ভুত। কখন যে থমকে দাঁড়ায়, কেউ জানে না। উল্লাস-আনন্দ হঠাৎই রূপ নেয় বিষাদে। এমনই এক মর্মান্তিক পরিণতির শিকার লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। এক গাড়ি দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন পরপারে।
অথচ মাত্র ১০ দিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। তাদের তিনটি সন্তান রয়েছে। জোতা ও কারদোসোর সেই বিয়ের ছবিও এখন শুধুই স্মৃতি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে জোতা তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিই)। তাদের বিবৃতিতে বলা হয়, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। অসাধারণ খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু প্রায় ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়োগো জোতা ছিলেন দারুণ এক মানুষ। সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়োগো ও আন্দ্রে সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে অপূরণীয় ক্ষতি। তাদের লিগ্যাসির সম্মান আমরা যা যা করার দরকার সবই করবো।’
২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন জোতা। দুই বছর পর লা লিগার ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিলেও ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ধারে খেলেছেন পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সে। ২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে।
লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১–২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন জোতা। এছাড়া পর্তুগালের হয়ে দুইবার নেশনস লিগ জিতেছেন তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স