ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​স্কুলছাত্রদের মবের শিকার প্রধান শিক্ষক

আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৮:৫৫:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৮:৫৫:০৬ অপরাহ্ন
​স্কুলছাত্রদের মবের শিকার প্রধান শিক্ষক ​সংবাদচিত্র : সংগৃহীত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে স্কুলছাত্রদের মবের নৃশংসতায় পড়ে প্রধান শিক্ষক মারাত্মক আহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার অমিত কুমার বিশ্বাস ও সেনাবাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করেন। রোববার (২০ অক্টোবর) কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী প্রধান শিক্ষক হযরত আলী জানান, গত ৫ অগাস্টের পরিবর্তিত পরিস্থিতির পর থেকে স্থানীয় একদল সুযোগসন্ধানীরা তাকে অন্যায়ভাবে সরানোর চেষ্টাসহ হেনস্তার জন্য অপচেষ্টা চালিয়ে আসছিল। যা তিনি জেলা প্রশাসক, শিক্ষা অফিসার, ইউএনওসহ বিভিন্ন স্থানে অবগত করেন। পূজার দীর্ঘ ছুটি শেষে আজ সকালে স্কুলে গেলে স্থানীয় আজাদ বাহিনী কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তার ওপর হঠাৎ মব সৃষ্টি করে নৃশংস হামলা চালায়।
এ সময় স্থানীয়রা ইউএনওকে খবর দেন। খবর পেয়ে সেনাসদস্যরা তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার অমিত কুমার বিশ্বাস নিজ তদারকিতে উদ্ধারপূর্বক কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা সহকারি কমিশনার অমিত কুমার বিশ্বাস জানান, সবার সহায়তায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা প্রশাসন কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য চেষ্টা চালিয়ে যাবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ