ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​টানা তিন দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০১:২১:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০১:২১:১৫ অপরাহ্ন
​টানা তিন দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
আগামী ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। এর আগের দুই দিন অর্থাৎ ৪ জুলাই (শুক্রবার) ও ৫ জুলাই (শনিবার) সরকারি কর্মচারীদের নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। ফলে, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির কারণে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন টানা তিন দিন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে, ২৭ জুন (শুক্রবার) থেকে শুরু হয়েছে পবিত্র মহরম মাস। সে অনুযায়ী, ৬ জুলাই (রবি) পবিত্র আশুরা পালন করা হবে।

টানা তিন দিনের ছুটি শেষে আগামী সোমবার (৭ জুলাই) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ