ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​হংকংকে হারাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১১:৪৬:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১১:৪৬:৫৩ পূর্বাহ্ন
​হংকংকে হারাল বাংলাদেশ সংবাদচিত্র: সংগৃহীত
চীনের ডাজহু শহরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। বাংলাদেশ বালক ও বালিকা উভয় দল এতে অংশগ্রহণ করছে। বৃহস্পতিবার (৩জুলাই) সকালে বাংলাদেশ বালক দল ৩-০ গোলে পরাজিত করেছে হংকংকে। 

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন দীন ইসলাম। ২০ মিনিটে ফিল্ড ও ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তিনি বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন। 

তৃতীয় কোয়ার্টারে অমিত হাসান আরেকটি গোল করেন পেনাল্টি কর্নার থেকে। ম্যাচের বাকি সময় দুই দলের কেউই আর গোল করতে পারেনি। ফলে ৩-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। আজ বাংলাদেশ বালিকা দলের ম্যাচ নেই। আগামীকাল জাপানের মুখোমুখি হবে প্রথম গ্রুপ ম্যাচে। বালক দল ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল। 

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ